কোনো মানুষই চিরযৌবন হয় না। কোনো না কোনো সময় তার চেহারায় বয়সের ছাপ পড়েই! কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে বয়সের ছাপ পড়ার প্রক্রিয়াটা অনেক ধীরগতির এবং দেরিতে ঘটে যাকে আমরা চিরযৌবন বলে থাকি!
চিরযৌবন নির্ভর করে ব্যক্তির খাদ্যাভাস, সে অঞ্চলের জলবায়ু, শারিরীক পরিশ্রম, নিয়মতান্ত্রিক জীবনযাপন ইত্যাদির ওপর। আপনি যদি পুষ্টিকর খাবার খান এবং নিয়মিত কায়িক পরিশ্রম করেন, তবে আপনার চেহারাতেও বয়সের ছাপ দেরিতে পড়বে!