কারণ নিজের খাদ্য নিজে প্রস্তুত করার জন্য যে জৈবিক উপাদান প্রয়োজন,সেগুলো আমাদের মধ্যে সৃষ্টিকর্তা দেননি।আমদের শরীর শুধু খাদ্য গ্রহন ,পরিপাক,শোষন এবং নিষ্কাশনের জন্য তৈরি। প্রানীকূল সম্পূর্ণভাবে উদ্ভীদের উপর নির্ভরশীল। কারণ উদ্ভীদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে ক্লোরোফিল সূর্যালোক ও কার্বন ডাই অক্সাইডের সাহায্যে। কিন্তু মানুষের শরীরে কিংবা কোনো প্রানীর শরীরে ক্লোরোফিল নেই। আমরা যেভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল,পুষ্টি উপাদানের জন্যও উদ্ভিদ প্রাণীর ওপর নির্ভরশীল; প্রাণীর মৃতদেহ প্রাকৃতিক সারে পরিণত হয়। এই সার পুষ্টি হিসেবে গ্রহণ করে উদ্ভিদ বেড়ে ওঠে। পরাগায়নের ফলে উদ্ভিদের বীজ সৃষ্টি হয়, এই বীজ থেকে আবার নতুন উদ্ভিদ জন্মায়। এভাবেই একটা প্রাকৃতিক নির্ভরশীলতা এবং ভারসাম্যের সৃষ্টি হয়।