আসলে সাবানে থাকা সোডিয়াম স্টিয়ারেট অথবা পটাশিয়াম স্টিয়ারেটের কারণেই তৈরি হয় সাবানের ফেনা। কিন্তু সেই ফেনার রং সব সময়ই সাদা হয় কেন, যেখানে তাদের রং হয় নানা রকমের- গোলাপি, সাদা, লাল, নীল! আসলে সাবান যখন গলে যায় তখন জল, বাতাস আর সাবানের মিশ্রণে তৈরি হয় বুদবুদ। আর সেই কারণেই সাবানের ফেনা সাদা।