ব্লেডগুলো মোটেও বাতাস উত্পাদন করে না। তাহলে বাতাস কিভাবে আসে? আমরা জানি, পৃথিবী বাতাসে পরিপূর্ণ। বৈদ্যুতিক পাখা শুধু বাতাসকে একটু নেড়েচেড়ে দেয়। মানে স্থির বাতাস যখন নড়াচড়া করতে শুরু করে, তখন তা আমাদের শরীরে এসে লাগে। খেয়াল করলে দেখবে, ব্লেডগুলো নিচের দিকে একটু বাঁকানো থাকে। তাই ব্লেডগুলো ঘোরার সঙ্গে সঙ্গে নিম্নমুখী চাপ সৃষ্টি হয়। ফলে বাতাস ওপরে না গিয়ে নিচের দিকে আসে।