এই বিশ্বে যে-কোনো দুটি বস্তুকণা তাদের সংযোজী সরলরেখা বরাবর পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বল কণাদুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক।”এটাই নিউটনের বিখ্যাত মহাকর্ষ সূত্র।আমরা সবাই জানি বেশি ভর হলে আকর্ষণও বেশি হয়, এবং আকর্ষণের পরিমাপও নির্ণয় করতে পারি।
কিন্তু ভর বেশি হলেই আকর্ষণ কেন বেশি হবে এটা আজও অজানা (ভুল হয়ে খাকলে জানার সুযোগ দিয়েন)
আর মহাকর্ষ বল সৃষ্টির রহস্য আজো উদঘাটিত হয় নি।
তো এজন্যই মহাকর্ষীয় বল বিকর্ষণ ধর্মী হতে হলে তার কি কি বৈশিষ্ট্য থাকতে হবে তা আজো অজানা, এজন্য এ বল বিকর্ষণধর্মী হয় না।