আসলে এই মহাবিশ্বে একেবারে স্থির বলে কিছু নেই। কারণ, আমরা ত্রিমাত্রিক বিশ্বে বাস করি। মহাশূন্যে এমন কোনো স্থানে যদি কেউ অবস্থান করেন, যেখানে কোনো তাহে মহাকর্ষ বল কাজ করে না, মানে আশপাশে কোনো বিশাল কীভাবে বস্তু নেই—এ অবস্থায় সেখানে তিনি অন্য কোনো দূরবর্তী জিনিসের তুলনায় স্থির থাকবেন বটে, কিন্তু স্থান-কালের ত্রিমাত্রিক পরিমাপে ঠিক স্থির অবস্থানে থাকবেন না। আরেকটি কথা, তিনি মহাশূন্যে ভেসে থাকবেন বটে, কিন্তু কষ্ট হবে। কারণ, আমরা সাধারণত পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের আকর্ষণে থাকি। সেখানে মহাকর্ষ বল না থাকলে আমাদের অস্থিমজ্জা চরম বিপর্যয়ে পড়বে। হয়তো রক্তনালিগুলো ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যাবে। বাতাসের অভাবে মৃত্যু অনিবার্য। তাই মহাশূন্যে অবস্থান করতে হলে অবশ্যই স্পেসস্যুট ব্যবহার করতে হবে।
@বিজ্ঞানচিন্তা