প্রশ্নের প্রেক্ষাপটে একটা তথ্য যোগ করি, সাদা কোনো রঙ না। সাদা হচ্ছে এমন একটা অবস্থা যেখানে সব রঙের আলো প্রতিফলিত হয় এবং কোনো আলো শোষিত হয় না।
চায়ের কাপ গরম চা রাখলে, সাদা কাপে হিট এবসর্পশান খুবই কম হয়। যার কারণে চা গরম থাকে।
মজার বিষয় হলো, যদি আপনি কালো রঙের কাপে চা খান, তা খুব দ্রুতই ঠান্ডা হয়ে যাবে! চিন্তা করে দেখুন তো কেনো!