এটা মনোবিজ্ঞানের অন্তর্ভুক্ত। অর্থাৎ এটা সম্পূর্ণ মানসিক একটা ব্যাপার। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যে সকলের ই রঙিন জিনিসের প্রতি আকর্ষণ কমে যায় তাও কিন্তু নয়।বরং আমরা বলতে পারি কম বয়সে অর্থাৎ শিশু কালে আমাদের রঙিন জিনিসের প্রতি আকর্ষণটা বেশি ই কাজ করে।
একটু খেয়াল করলেই দেখতে পাবেন যে, শিশুরা উজ্জ্বল রঙের দিকে একটু বেশিই আগ্রহী হয়। রঙের মধ্যে যে উষ্ণতা থাকে সেটা শিশুদের মধ্যকার মানসিক উত্তেজনার সাথে মিলে যায়। তাই রঙিন আর উজ্জ্বল জিনিসের প্রতি তারা আগ্রহী হয় বেশি।
রং আমাদের কাছে কোনো একটি জিনিসের প্রতীক হয়ে কাজ করে। কখনো সেটা স্বাদ, কখনো গন্ধ, কখনো অনুভূতি। এই যেমন- সবুজ রং দেখলে সেটার সাথে আমরা গাছের পাতা বা লেবুর তুলনা করে ফেলি। আমাদের মস্তিষ্ক এভাবেই ভাবে। কিন্তু যে রঙের সাথে আমাদের পরিচিত এমন কিছুর কোনো সম্পর্ক থাকে না, সেটাকে মস্তিষ্ক আবেগীয়ভাবে নিয়ে নেয়।এক্ষেত্রে রং আমাদের মস্তিষ্কে যে আবেগ তৈরি করে সেটাই আমাদের অনুভূতিতে পরিণত হয়। শিশুদের ক্ষেত্রে বেশিরভাগ রংই অজানা থাকে। তাই তাদের কাছে রং আবেগীয় জায়গা বেশি নিয়ে নেয়। রং যত উজ্জ্বল হয় সেটি তাদেরকে তখন বেশি প্রভাবিত করে।
খেয়াল করলে আপনি দেখতে পাবেন যে, একজন শিশুকে আপনি যদি কোনো সাদা-কালো ছবি দেখান সেটার মধ্য থেকে খুব বেশি খুঁটিনাটি তারা মনে রাখতে পারে না। অন্য দিকে, রঙিন কোনোকিছুর খুঁটিনাটি ব্যাপারগুলো তারা বেশি মনে রাখতে পারে। আর একজন প্রাপ্তবয়স্ক ব্যাক্তি শিশুকাল থেকেই রঙিন জিনিসের সঙ্গে পরিচিত হয়ে থাকেন। কাজেই পরবর্তীতে রং তার আবেগীয় অনুভূতিতে খুব একটা আকর্ষণ সৃষ্টি করতে পারে না।