প্রজননের উপযোগী স্ত্রী মাছের পেট বেশ ফুলে থাকে, পায়ুমুখ লাল দেখায় এবং ফুলে গিয়ে একটু বাইরের দিকে বেরিয়ে আসে। স্ত্রী মাছের তলপেটে ধীরে চাপ দিলে দু-চারটি ডিম বেরিয়ে আসতেও পারে। পুরুষ মাছের তলপেটে অল্প চাপ দিলেই ঘন দুধের মতো তরল বীজ বেরিয়ে আসে। পুরুষ মাছের কানকোর দুই পাশে পাখনা খসখসে হয়ে থাকে। স্ত্রী মাছের কানকোর দু’পাশের পাখনা পিচ্ছিল থাকে। এই সমস্ত লক্ষণ ভালো ভাবে মিলিয়ে নিয়ে প্রজননের উপযুক্ত স্ত্রী ও পুরুষ মাছগুলি বেছে নিতে হয়। সাধারণ নিয়মে একটি স্ত্রী মাছের সমান ওজনের দু’টি পুরুষ মাছ নির্বাচন করা হয়।
সূত্রঃ
https://www.bissoy.com/q/157134