সময় আসলে কি এবং সময় সম্পর্কে বিস্তারিত জ্ঞান কিভাবে পাওয়া যাবে? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+2 টি ভোট
501 বার দেখা হয়েছে
"পদার্থবিজ্ঞান" বিভাগে করেছেন (270 পয়েন্ট)

1 উত্তর

0 টি ভোট
করেছেন (2,630 পয়েন্ট)
সম্পাদিত করেছেন
সময়ের হিসেব রাখার সবচেয়ে সহজ উপায় প্রকৃতি-পর্যবেক্ষণ। চাঁদের দশা, সূর্যের অবস্থান, ঋতুচক্র- এসব কিছুর উপর ভিত্তি করে ঘড়ি ও পঞ্জিকা নির্ধারণ করা হয়। সভ্যতার অগ্রগতির সাথে সাথে সূর্যঘড়ি, জলঘড়ি, যান্ত্রিক ঘড়ি আর পারমাণবিক ঘড়ির মতো প্রযুক্তি ব্যবহার শুরু হয়, সময়ের হিসেব নিখুঁত হতে থাকে। কিন্তু আমরা যে সময় পরিমাপ করছি, সেটি আসলে কী?

 

সময়ের অস্তিত্ব আসলেই কি আছে, না-কি এটি আমাদের মস্তিষ্কের খেয়াল? এ প্রশ্নের জবাব আবশ্যিক- "সময়ের অস্তিত্ব সর্বত্র বিরাজমান আর এর অনুপস্থিতিতে বিশ্বব্রহ্মাণ্ডকে কল্পনা করা শক্ত।" কিন্তু সময় সম্পর্কে আমাদের ধারণা বর্তমানে জটিল হয়ে গেছে, আর এটি সম্পূর্ণ বিজ্ঞানী আলবার্ট আইন্সটাইনের অবদান। তাঁর সূত্র অনুযায়ী, সময় সকলের জন্যই চলমান, কিন্তু বিভিন্ন পরিস্থিতি সাপেক্ষে সকলের জন্য সমানভাবে গতিশীল না। একজন ব্যক্তি আলোর গতির কাছাকাছি বেগে চললে তার সাপেক্ষে সময়ের পরিভ্রমণ কৃষ্ণ-গহ্বর (Black Hole) প্রদক্ষিণরত একজন মানুষের সময় থেকে ভিন্ন। সময়ের সাথে স্থানের (space) সমন্বয় ঘটিয়ে তিনি স্থান-কালের (Space-time) ধারণা জন্ম দেন, সেখান থেকেই এ সূত্র প্রতিপাদ্য। স্থান-কাল বেঁকে বসতে পারে (যার কারণেই বস্তু পরস্পরকে আকর্ষণ করে), আইন্সটাইন সেটাকেও পরিমাপযোগ্য করে তুলেন। তাঁর সূত্র এটিই প্রমাণ করে, মহাবিশ্ব আসলে স্পেস-টাইমের জালে জড়িয়ে আছে।

 

তারপরও একটা প্রশ্ন থেকেই যায়, "আমরা কেন ইচ্ছানুসারে যেকোনো স্থানেই যেতে পারি, কিন্তু সময়ের মধ্য দিয়ে পরিভ্রমণকালে একটি ডিরেকশনেই যেতে বাধ্য?" সহজ ভাষায়, সময়ের ব্যবধানে আমরা ভবিষ্যতের দিকে যত এগোই, অতীত পেছনেই পরে থাকে। অথচ উত্তর দিকে এগোলে দক্ষিণ দিকে যাওয়া কোনো ব্যাপার না। স্থান ও কাল যখন একই সত্তা, এ দুয়ের সমন্বয়ই যখন মহাবিশ্বের সাজপোশাক তৈরি; তাহলে স্থান ও কালের বৈশিষ্ট্য বিপরীতমুখী কেন? একে বলে "Arrow of time."

 

আপনি একটি ড্রপার থেকে গ্লাসভর্তি পানিতে এক ফোঁটা রঙ ফেললেন। কিছুক্ষণ পরেই তা পানিতে মিশে যাবে। যদি বিপরীত ঘটনা চিন্তা করেন, তাহলে রঙিন পানি থেকে রঙ উঠে ড্রপারে জমা হবে। অর্থাৎ সময়ের ডিরেকশন উলটে যাবে। আমরা এমন এক বিশ্বে বাস করি, যেখানে প্রথম ঘটনা ঘটে। পদার্থবিজ্ঞানে এ-কে বলা হয়, "সেকেন্ড ল অফ থারমোডায়নামিক্স।"এ সূত্র অনুযায়ী, সময়ের ব্যবধানে আমাদের পরিচিত বিশ্ব বিশৃঙ্খলিত হয়ে পড়বে। Arrow of time এর ডিরেকশন বিশ্বব্রহ্মাণ্ডের এ বৈশিষ্ট্য থেকেই নির্ণয় করা হয়। সময় যদি এরকম মৌলিক বিষয় হয়, এর ব্যাখাও সবচেয়ে মৌলিক পর্যায়ের সমীকরণে থাকার কথা, তাই না?

 

পদার্থবিজ্ঞান রাজত্ব করে দুটি সমীকরণ: আপেক্ষিক তত্ত্ব বিশালাকার বস্তু যেমন গ্রহ-নক্ষত্র, কৃষ্ণ-গহ্বর ইত্যাদির অবস্থান, গতিপথ ব্যাখা করে। আবার, কোয়ান্টাম ফিজিক্স ক্ষুদ্রাকার কণা; অণু-পরমাণু ইত্যাদির গঠন ও আচরণ ব্যাখা করে। গত ৫০-৬০ বছর ধরে পদার্থবিদদের লক্ষ্য ছিল এ দুটোর সমন্বয় ঘটিয়ে "থিওরি অফ এভরিথিং" এ রূপ দেওয়া।

 

এরকম অনেক তত্ত্বই প্রণিত হয়েছে, একটিও প্রমাণিত হয়নি। সময় সম্পর্কে এদের প্রত্যেকের ধারণা একে অপরের থেকে ভিন্ন। যেমন "হুইলার ডিইউট" তত্ত্বে সময়ের উল্লেখ পর্যন্ত নেই! এরকম কোনো তত্ত্ব যদি প্রমাণিত হয়, তার মানে কি এই, সময়ের অস্তিত্ব নেই? সময় কী তাহলে মহাবিশ্বকে উপলব্ধি করার উপায়ে থাকা সীমাবদ্ধতা থেকে সৃষ্ট হেঁয়ালি? বোধহয় এভাবে চিন্তা করাই অনুচিত। আমাদের এভাবে ভাবা উচিৎ, মৌলিক ধর্ম হিসেবে সময়ের অস্তিত্ব নেই, কিন্তু "ইমার্জেন্ট প্রোপার্টি" হিসেবে এটি বিদ্যমান। একটি সিস্টেমে একক হিসেবে থাকে না, বরং সিস্টেমের জন্য সমগ্র হিসেবে থাকে, এরকম জিনিসই ইমার্জেন্ট বৈশিষ্ট্যমণ্ডিত। (Things that do not exist in a system as an individual, rather exist for the system as a whole)

 

একটি ভিডিয়ো চিত্রে একেকটি ফ্রেম থাকে, স্থির ফ্রেমগুলো সময় নির্দেশ করে না। কিন্তু খুব দ্রুততার সাথে ফ্রেমগুলো পর্দায় দেখানো হলে মনে হবে চিত্রে থাকা ঘটনাবলি সময়ের সাথে সাথে নড়ছে। আমাদের মস্তিষ্কের কাছে মুভমেন্টটা সত্যি, আবার হেঁয়ালিও বটে। সময়ও কি একইরকম হেঁয়ালি বা ইলিউশন? আইন্সটাইনের মতে হয়তো তাই, কিন্তু আজও আমরা সম্পূর্ণ ব্যাখ্যা থেকে অনেক দূরে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+7 টি ভোট
1 উত্তর 701 বার দেখা হয়েছে
0 টি ভোট
2 টি উত্তর 348 বার দেখা হয়েছে

10,772 টি প্রশ্ন

18,455 টি উত্তর

4,742 টি মন্তব্য

263,024 জন সদস্য

106 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 106 জন গেস্ট অনলাইনে
  1. Tasfima Jannat

    110 পয়েন্ট

  2. mllpdjqtie

    100 পয়েন্ট

  3. 55club-uno

    100 পয়েন্ট

  4. ww88lincom

    100 পয়েন্ট

  5. hubetbest

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান পৃথিবী রোগ রাসায়নিক শরীর রক্ত #ask আলো মোবাইল ক্ষতি চুল কী চিকিৎসা #science পদার্থবিজ্ঞান সূর্য প্রযুক্তি স্বাস্থ্য মাথা প্রাণী গণিত বৈজ্ঞানিক মহাকাশ পার্থক্য #biology এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম শীতকাল #জানতে কেন ডিম চাঁদ বৃষ্টি কারণ কাজ বিদ্যুৎ রাত রং উপকারিতা শক্তি লাল আগুন সাপ মনোবিজ্ঞান গাছ খাবার সাদা আবিষ্কার দুধ উপায় হাত মশা শব্দ মাছ ঠাণ্ডা মস্তিষ্ক ব্যাথা ভয় বাতাস স্বপ্ন তাপমাত্রা গ্রহ রসায়ন উদ্ভিদ কালো পা কি বিস্তারিত রঙ মন পাখি গ্যাস সমস্যা মেয়ে বৈশিষ্ট্য হলুদ বাচ্চা সময় ব্যথা মৃত্যু চার্জ অক্সিজেন ভাইরাস আকাশ গতি দাঁত কান্না আম হরমোন বাংলাদেশ
...