Vocal Sac (স্বর থলি) আসলে পুরুষ ব্যাঙ্গে থাকে। পরিণত হবার পর সবসময়ই থাকে। প্রজনন ঋতুতে স্ত্রী ব্যাঙকে আকৃষ্ট করতে তাকে উচ্চ স্বরে আওয়াজ করতে হয়। উচ্চস্বরে আওয়াজ করতে হলে স্বরথলি ফুলে যায় স্বাভাবিক সীমার বেশি। নাথিং মোর। অএকটা মানুষের ফুসফুসের মতো। পানইতে ডুব দিতে হলে যেমন ফুসফুস মাত্রার চেয়েও বেশি ফুলিয়ে ডূবতে হয়, তেমন।
স্বরথলির শব্দ প্রায় এক কিলোমিটার দূর থেকে শোনা যায়। যত বেশি শব্দ হবে এবং যতদূরে আওয়াজ যাবে, ততবেশি স্ত্রী ব্যাঙ্গের স্বাক্ষাত পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
সব পুরুষ ব্যাঙ্গের স্বরথলি থাকে না। স্বরথলি না থাকলে এদের আওয়াজ কম তীব্র হবে। ফলে এদের বাসস্থান হবে চলমান পানির ধারা আছে যেখানে, তার আশেপাশে। কারণ স্বরথলি না থাকলে আওয়াজ কম তীব্র হবে। আওয়াজ কম তীব্র হলে স্ত্রী ব্যাঙ্গের স্বাক্ষাতের সম্ভাবনা কম। তাই আবাসস্থল হবে যেখানে ব্যাঙ বেশি থাকে (স্রোতযুক্ত পানি)।
ক্রেডিট: ডা. রাজীব হোসাইন সরকার