কিছু মিথ অনুসারে ময়ূর নিজের সাথীর সাথে কখনো মিলিত হয়না এবং মহিলা ময়ুর তার পুরুষ সাথীর চোখের পানি গিলে ফেলার ফলে প্রজনন হয়। তবে বাস্তবে এটি হয়না, ময়ূর অন্য সকল পাখির মতোই যৌন প্রক্রিয়ায় প্রজনন সম্পন্ন করে। পুরুষ ময়ুর তাদের পালকের সৌন্দর্য দেখিয়ে মহিলা ময়ুরকে আকর্ষণ করে তারপর তারা মিলিত হয়। তাদের এই পদ্ধতিকে ইংরেজিতে 'Cloacal kiss' বলা হয়।