মেগাস্পোরোফিল কী?
মেগা (Mega)- বড় (Large)।
স্পোর (Spore)- রেণু (এখানে ডিম্বানু বোঝাচ্ছে)
মেগাস্পর অর্থঃ বড় আকারের ডিম্বানু।
ফিল (Phyll)- পাতা (এখানে পাতা না বুঝিয়ে ধারক বা পাত্র বোঝাচ্ছে)।
মেগাস্পোরোফিলঃ যে ধারক বা পাত্র বড় আকারের ডিম্বানু ধারণ করে। ডিম্বানু ধারণ করার কারণে একে স্ত্রীরেণুপত্র বলে।
খেয়াল করোঃ স্ত্রী-রেণু-পত্র (Mega Spore+ Phyll)
মিলে গেছে?
বেসিকঃ নগ্নবীজী উদ্ভিদে ডিম্বানু স্পোরোফিলে উন্মুক্ত অবস্থায় থাকে। ডিম্বানুর আকার তুলনামূলক অন্য উদ্ভিদের ডিম্বানু থেকে বড়।
একই সুত্রেঃ মাইক্রোস্পোরোফিল বলতে-
পুংরেণু (শুক্রাণুঃ ছোট তাই মাইক্রো) ধারণকারী পাত্র বোঝাচ্ছে। তবে- অনেকগুলো পুংরেণুধারক (পুংরেণুপত্র) একসাথে হয়ে একটি নির্দিষ্ট আকার থাকে, যা অন্য উদ্ভিদে দেখা যায় না।
যেমনঃ পুংরেণুপত্র দেখলে মনে হবে একটি পিলারের গায়ে অনেকগুলো শুক্রাণু / পুংরেণু ধারক / মাইক্রোস্পোরোফিল নিচ থেকে উপরে পেঁচিয়ে পেঁচিয়ে সজ্জিত থাকে। পেঁচিয়ে থাকার কারণে এই গঠণকে বলা হয়- স্ট্রোবিলাস।
চিত্রঃ ১ আনারসের মতো দেখতে চিত্রটিঃ স্ট্রোবিলাস। খেয়াল করো, শুক্রাণুর জন্য ধারক বা পাতাগুলো নিচ থেকে উপরে একটি নির্দিষ্ট প্যাটার্ণে পেঁচিয়ে পেঁচিয়ে উঠেছে।
চিত্রঃ ২ একটি লম্বা দণ্ডের মতো পাতা (ফিল) এর কিনারা বরাবর বিশাল ডিম্বাণু (সবুজ বরই এর মতো দেখাচ্ছে), এই সবুজ বরইটিই হলো- ডিম্বাণু বা মেগাস্পোর। এবং যে দন্ডে বা ধারকটির গায়ে লেগে আছে, সেটিই স্পোরধারক/ স্পোরোফিল (মেগাস্পোরোফিল)।
লিখেছেন : রাজীব হোসাইন সরকার