জ্বী না, সাইট্রিক এসিড ক্ষতিকর না।
কারণ এটি একটি দুর্বল এসিড। আর দুর্বল এসিড শরীরের তেমন ক্ষতি করে না। আর এটি যেহেতু খাওয়ার উপযোগী তাই আশা করা যায়, এতে কোনো ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই। তবে এটি আপনার হাতে যদি কাটা থাকে, কিংবা ক্ষত তাহলে এটি ব্যবহারের সময় সামান্য জ্বালাপোড়া হলেও বড় কোনো ক্ষতির সম্ভাবনা নেই, যেমনটা সবল এসিডে আছে।
ক্রেডিট : নাফিসা তাসমিয়া