আমরা মোটামুটি সকলেই জানি ক্রোমোজমের মাধ্যমে লিঙ্গ নির্ধারণ হয়, XX হলে মেয়ে, XY হলে ছেলে৷ X ক্রোমোজম আর Y ক্রোমোজমের একটু তথ্য তুলে ধরি-
X ক্রোমোসোমঃ এটি ১৫৩ মিলিয়িন বেস পেয়ার নিয়ে গঠিত এবং প্রায় ৮০০ প্রোটিন কোডিং জিন বিদ্যমান। উভয় লিঙ্গের মানুষের জন্য অপরিহার্য জিন এই ক্রোমোসোমে বিদ্যমান। স্বাভাবিক বিকাশের জন্য উভয়েরই কমপক্ষে একটি করে X ক্রোমোসোম প্রয়োজন।
Y ক্রোমোসোমঃ এটি ৫৯ মিলিয়ন বেস পেয়ার নিয়ে গঠিত এবং মাত্র ৭০ টি প্রোটিন কোডিং জিন বিদ্যমান। Y ক্রোমোসোমে বিদ্যমান বিশেষ SRY জিন শুক্রাশয় গঠনের জন্য দ্বায়ি। XY সেক্স ক্রোমোসোম জোড় বিশিষ্ট ভ্রূনদেহে ৬ থেকে ৮ সপ্তাহের সময় এই জিনটি সক্রিয় হয় ফলে শুক্রাশয় গঠন শুরু হয়। এই জিন X ক্রোমোসোমে থাকে না তাই Y ক্রোমোসোমের অনুপস্থিতিতে স্ত্রী লিঙ্গ বিকাশ লাভ করে।
প্রজননের সময় এই ক্রোমোজোমের বিন্যাস স্বয়ংক্রিয়ভাবে প্রাকৃতিক ভাবেই হয়। নারীর যেকোনো একটি X ক্রোমোজোম এর সাথে পুরুষের X ক্রোমোজোম যুক্ত হয়ে কন্যাসন্তান এর উদ্ভব হবে না পুরুষের Y ক্রোমোজোমের সাথে যুক্ত হয়ে পুত্র সন্তান উদ্ভব হবে সেটা কারোর নিয়ন্ত্রণে নেই। আর দায়ী যদি করতেই হয় তবে পরোক্ষ ভাবে পুরুষকেই দায় দিতে হয়। কারণ নারী সর্বদা একটি X ক্রোমোজোম দেয়, এরপর পুরুষের X এবং Y এর মধ্যে কোনটি যুক্ত হচ্ছে তার উপর সন্তানের লিঙ্গ নির্ধারিত হয়।
ক্রেডিট : মিথিলা ফারজানা মেলোডি