বিশ্ব আবহাওয়া সংস্থা (World Meterological Organization) ঘূর্ণিঝড়ের নামকরণ করার জন্য অঞ্চলের ভিত্তিতে কিছু আঞ্চলিক কমিটি গঠন করে। এ কমিটি অঞ্চলভুক্ত দেশগুলাে থেকে ঝড়ের বিভিন্ন নামের প্রস্তাব গ্রহণ করে এবং তা থেকে একটি নামের তালিকা প্রস্তুত করে। এ তালিকা থেকেই পর্যায়ক্রমে ঐ অঞ্চলের ঘূর্ণিঝড়সমূহের নামকরণ করা হয়। উল্লেখ্য, ভারত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নামকরণ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলংকা, থাইল্যান্ড এবং ওমান নিয়ে গঠিত WMO/ESCAP কমিটি।