বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যের মাধ্যমে সাইনুসাইটিস রােগীকে শনাক্ত করা যায়। যেমন ঠাণ্ডা লেগে বা অ্যালার্জির কারণে নাকের মিউকাস ঝিল্লি ফুলে যাওয়া, নাসানালি সরু হয়ে যাওয়া বা সাইনাসের ভেতরকার সিলিয়া সালনে অক্ষম হওয়া। তাছাড়া এর সাথে তার অ্যালার্জিক হে-ফিভারও থাকতে পারে ।