বিজ্ঞানীরা বিশেষ ডিজাইনের বিভিন্ন টেলিস্কোপ তৈরি করেছেন, যা গামা রে শনাক্ত করতে পারে। এ টেলিস্কোপ গুলো সার্বক্ষণিক মহাবিশ্বের দিকে নজর রাখছে। শুধু গামা রে নয় বরং এক্স রে, ইন্ফারে, আল্টা রে ইত্যাদি প্রতিটির জন্য আলাদা আলাদা টেলিস্কোপ রয়েছে। যাদের দ্বারা দৃষ্টি সীমার বাহিরের আলো আমরা শনাক্ত করি।