বাচ্চাদের এই মুখে নেওয়া টাকে Baby mouthing ও বলা হয়।
প্রথমত, এই রঙিন দুনিয়া আমাদের কাছে পুরোনো হলেও বাচ্চাদের কাছে বিস্ময়ের কারণ। তারা প্রত্যেকটা জিনিস মুখে নিয়ে কিংবা হাতে শক্ত করে আকড়ে ধরে তা চেনার চেষ্টা করে। এতে বাচ্চার বুদ্ধিবৃত্তিক বিকাশ ও হয়। এতে সে বুঝতে পারে, জিনিস টি শক্ত নাকি নরম, ঠান্ডা নাকি গরম।
দ্বিতীয়ত টেস্ট বাড এর কারণে, বাচ্চাদের মিষ্টির প্রতি আকর্ষণ বেশি থাকে। তাই তারা সবকিছু মুখে নিয়ে চেক করে সেটা মিষ্টি আর ভক্ষণযোগ্য নাকি।
এছাড়াও self-soothing, আর ইমিউনিটি সিস্টেম বিল্ড আপের জন্যেও প্রকৃতিগত ভাবে এটা করে।
লিখেছেন : মিথিলা ফারজানা মেলোডি