‘ফ্যাগোসাইট’ শব্দটি এসেছে ফ্যাগাস (phagus) থেকে। ফ্যাগাস মানে খেয়ে ফেলা। স্বাভাবিকভাবেই ফ্যাগোসাইট তার নামকরণের সার্থকতা বজায় রাখতে চায়। অণুজীব, বহিরাগত পদার্থ এমনকি অনেক কোষীয় উপাদানও সে গপাগপ খেয়ে ফেলে! নিউট্রোফিল, মনোসাইট, ম্যাক্রোফেজ ইত্যাদি শ্বেত রক্তকণিকাগুলো ফ্যাগোসাইট রূপে কাজ করে।