আগেই জেনেছি সহজাত মারণকোষ বিশেষ ধরনের লিম্ফোসাইট এবং দেহের ক্ষতিকর কোষগুলোর (যেমন -ভাইরাস আক্রান্ত কোষ, ক্যান্সার কোষ) সাথে যুক্ত হয়ে এদের ধ্বংস করে দেয়। কিন্তু কীভাবে এরা কাজটি করে থাকে? ক্ষতিকর কোষগুলো আসলে ভাইরাস বা অন্যান্য অণুজীব দ্বারা আক্রান্ত হওয়ায় এর প্লাজমা ঝিল্লি বেশ কিছু পরিবর্তনের মধ্যে দিয়ে যায়। এই পরিবর্তন NK কোষ শনাক্ত করতে পারে। তারা তখন রাসায়নিক পদার্থ ক্ষরণের মাধ্যমে সেসব কোষের প্লাজমা ঝিল্লি নষ্ট করে দেয়। ফলে নিউক্লিয়াসটিও দ্রুত ধ্বংস হয়ে যায়।