এটি চোখের ২য় স্তর। রক্তবাহিকা সমৃদ্ধ স্তর। এ স্তরে মেলানিন নামক কালো পদার্থ থাকে বলে এটি কালো বর্ণের হয়। কর্ণিয়ার ঠিক পেছনে কোরয়েড স্তরের অংশটিকে আইরিশ (Iris) বলে। আইরিশের কেন্দ্রে পিউপিল (Pupil) নামে একটা ছোট ছিদ্র থাকে যা বাইরের আলোর সাথে চোখের সমতা রক্ষা করে।
পিউপিল তাকে বেস্টনকারী পেশীর মাধ্যমে উজ্জ্বল এবং অনুজ্জ্বল আলোতে যথাক্রমে ছোট ও বড় হতে পারে।
কোরয়েড স্তরে সিলিয়ারী বডি নামে কিছু অংশ থাকে। সিলিয়ারী বডি সাসপেন্সরী লিগামেন্ট দিয়ে লেন্সের সাথে যুক্ত হয়।