হাড়ভাঙার প্রাথমিক চিকিৎসা:
১. আঘাতপ্রাপ্ত ব্যক্তির নড়াচড়া বন্ধ রাখতে হবে।
২. আঁটসাঁট কাপড়চোপড় – গয়নাগাটি খুলে ফেলতে হবে। তা না হলে ভাঙা হাড়ে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাবে।
৩. সমস্ত ক্ষত পরিষ্কার করতে হবে
৪. ক্ষতস্থানে বরফ ব্যবহার করা যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে জায়গাটি যেন ঠান্ডায় অসাড় হয়ে না যায়।
৫. প্রয়োজন হলে ভাঙা জায়গায় কাঠের খন্ড বা বাঁশের চটি বেঁধে দিতে হবে।
৬. ভাঙা হাড়ের জায়গা ৬-১০ ইঞ্চি উঁচুতে রাখতে হবে।
৭. দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে।