এ ধরনের অস্থিভঙ্গে ভাঙা হাড় চামড়া ভেদ করে বের হয় না। শুধু একটি অস্থি ভেঙে দু টুকরো হয়ে যায়। সাধারণ হাড়ভাঙায় ভেতরে ক্ষতের সৃষ্টি হয়, তবে আশেপাশের টিস্যু কিংবা চামড়ার ক্ষতি হয় না। প্রয়োজনীয় ব্যবস্থা নিলে সাধারণ হাড়ভাঙা ৮ সপ্তাহের মাঝে সেরে যায়।
এ ধরনের অস্থিভঙ্গের আরেক নাম বদ্ধ বা অভ্যন্তরীণ অস্থিভঙ্গ।