এক কথায় উত্তর দিতে গেলে বলা যায় আয়ন হিসেবে প্রবেশ করে। মাটিতে অনেক খনিজ লবণ থাকে। কিন্তু আমরা যে খাবার লবণ খাই, মাটির লবণ গুলো সেই রকম কঠিন বা ক্রিস্টাল আকারে থাকে না। এই গুলো মাটির পানিতে দ্রবীভুত অবস্থায় থাকে। দ্রবীভুত অবস্থায় এই লবণ গুলো আয়নে পরিণত হয় পানির পোলারিটির কারণে। আর এই আয়ন গুলো কোষে প্রবেশ করে। তবে আয়ন প্রবেশও দুই ভাবে হতে পারে। কোনটাতে গাছের শক্তি খরচ করতে হয় আবার কোনটাতে হয় না।