পৃষ্ঠ টানের জন্য বৃষ্টির ফোঁটা, অল্প পরিমাণ পারদ ইত্যাদি গােলক আকার ধারণ করে এবং পানির উপর একটি পরিষ্কার সুঁচ অতি সাবধানে রাখিলে দেখা যায় যে, সুঁচটি পানিতে না ডুবিয়া
ভাসিতেছে ও সুঁচের নিচের পানির তল একটু সরিয়া গিয়াছে। একই কারণে চাপমান যন্ত্রে পারদের উপরিতল উত্তল ও কৈশিক নলে পানির উপরিতল অবতল দেখায় এবং তরল সিক্ত তুলির আঁশগুলি এক সঙ্গে জড়াইয়া থাকে। (তরল তলের অভ্যন্তরের যে কোন একটি অণু চারিপার্শ্বের অন্যান্য অণু দ্বারা সমভাবে আকৃষ্ট হয় এবং তলের অভিলম্বভাবে নিচের দিকে একটি টান অনুভব করে। ইহাই পৃষ্ঠ টান।)