টিস্যুর অবস্থান ও কাজের ভিত্তিতে উদ্ভিদের সব টিস্যুকে তিনটা ভাগে ভাগ করা যায়।তার একটি হচ্ছে ভাস্কুলার টিস্যু সিস্টেম, যাকে আরেক নামেও ডাকা হয় "conducting tissue system"।
ভাস্কুলার টিস্যু সিস্টেম আবার দু ধরনের টিস্যু নিয়ে গঠিত যার একটা হচ্ছে জাইলেম আরেকটার নাম ফ্লোয়েম। এর মানে জাইলেম হচ্ছে এক ধরনের টিস্যু যা দিয়ে উদ্ভিদের ভাস্কুলার টিস্যুতন্ত্র তৈরি হয়।জাইলেম টিস্যু চার ধরনের উপাদান দিয়ে গঠিত -১)ট্রাকিড; ২)ভেসেল; ৩)জাইলেম ফাইবার; ৪)জাইলেম প্যারেনকাইমা।