এই টিস্যু মূলত খাদ্য তৈরির কাঁচামাল ও উদ্ভিদে তৈরি করা খাদ্য পরিবহণ করে উদ্ভিদের এক জায়গা থেকে অন্য জায়গায়। এই টিস্যুরও ৪ টি অংশ থাকে।
১) সীভনল
২) সঙ্গীকোষ (নগ্নবীজী উদ্ভিদে থাকে না)
৩) ফ্লোয়েম প্যারেনকাইমা
৪) ফ্লোয়েম ফাইবার (অনেক সময় বাস্ট ফাইবারও বলে। যেমন: পাটের আঁশ)