এদের ত্বকীয় রোমও বলে। এই ট্রাইকোম এককোষী বা বহুকোষী, সরল বা গুচ্ছাকার হয়ে থাকে। মূলে যে সকল ত্বকীয় রোম থাকে তাতে এরা এককোষী আর কিউটিকল ছাড়া হয়। কিন্তু, কান্ডের রোমে এরা বহুকোষী আর কিউটিকল যুক্ত হয়।
মূলরোমের প্রধান কাজ হল মাটি থেকে পানি শোষণ করা আর কান্ডের রোমের কাজ হল আঠা বা বিষাক্ত পদার্থ ক্ষরণ করা।