অনুচক্রিকা বা থ্রম্বোসাইটের বৈশিষ্ট্য:
১. থ্রম্বোসাইট হচ্ছে ক্ষুদ্রতম রক্তকণিকা।
২. এরা মাকু আকৃতির।
৩. এরা দানাদার কিন্তু নিউক্লিয়াস নেই।
৪. এদের ব্যাস ২-৪ মাইক্রোমিটার।
৫. পরিণত মানবদেহে এদের সংখ্যা ২.৫ লাখ থেকে ৫ লাখ।
৬. এদের প্রধান রাসায়নিক উপাদান হল প্রোটিন ও প্রচুর পরিমানে সেফালিন নামক ফসফোলিপিড। এরা অস্থিমজ্জার ম্যাগাক্যারিওসাইট থেকে উৎপন্ন হয় ।
৭. প্লীহা ও যকৃতে ধ্বংসপ্রাপ্ত হয়।
৮. এদের গড় আয়ু ৫-১০ দিন।