গ্রীক শব্দ ক্রোমা (Chroma) যার অর্থ বর্ণ এবং গ্রাফেইন (Graphin) যার অর্থ লেখা। এই দুটি শব্দের মিলিত রূপই হলো ক্রোমাটোগ্রাফি (Chromatography) বা বর্ণচিত্রণ। এর সাহায্যে জটিল রাসায়নিক মিশ্রণের উপাদানগুলো পৃথকীকরণ, সনাক্তকরণ এবং তাদের পরিমাণ নির্ণয় করা হয়। 1903 খ্রিস্টাব্দে রুশ বিজ্ঞানী সোয়েট (Tswett) উদ্ভিদ থেকে রঙিন পদার্থ যেমনঃ ক্লোরোফিল নামক উপাদান পৃথক করার কাজে ক্রোমাটোগ্রাফি পদ্ধতি উদ্ভাবন করেন।
ক্রোমাটোগ্রাফি (Chromatography) হচ্ছে এক ধরনের বিশ্লেষণী পদ্ধতি, যাতে একটি সচল মাধ্যমকে একটি স্থির মাধ্যমের মধ্যে প্রবাহিত করে কোনো রাসায়নিক মিশ্রণের বিভিন্ন উপাদানগুলোকে পরিশোষণ মাত্রা বা বণ্টন গুণাংকের উপর ভিত্তি করে পৃথক করা হয়।