হীরকের প্রতিসরাংক ২.৪২ এবং কাচের প্রতিসরাংক ১.৫২ ধরিয়া দেখা যায় বায়ু ও কাচের মধ্যকার সংকট কোণ প্রায় ৪২ ডিগ্ৰি এবং বায়ু ও হীরকের মধ্যকার সংকট কোণ ২৪ ডিগ্ৰি। হীরকের বিভিন্ন ধারগুলি এমনভাবে কাটা হয় যে উহার কোন এক পৃষ্ঠ দিয়া আলােক রশ্মি ভিতরে প্রবেশ করিলে বেশ কয়েকটি পৃষ্ঠে উহার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে এবং দুই একটি পৃষ্ঠ দিয়া আলােক রশ্মি ভিতর হইতে বাহির হইয়া যায়। হীরকে প্রবিষ্ট আলােক রশ্মির পুনঃ পুনঃ পূর্ণ। অভ্যন্তরীণ প্রতিফলনের দরুণ উহা খুব উজ্জ্বল দেখায়। কিন্তু কাচ ও বায়ুর মধ্যকার সংকট কোণ হীরক ও বায়ুর মধ্যকার সংকট কোণ অপেক্ষা ১.৭ গুণ বেশি বলিয়া হীরকের ন্যায় অভিন্ন আকারের এক খণ্ড কাচের মধ্যে আলােক রশ্মি প্রবেশ করিলে মাত্র দুই একটি পৃষ্ঠে আলােক রশ্মির পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটিবার পর ইহা ভিতর হইতে বাহির হইয়া যায়। এইজন্য ইহা হীরকের ন্যায় উজ্জ্বল দেখায় না।