সুর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্যের রং লাল দেখায়। সকালে এবং বিকালে এই দুই সময়ে সূর্য দিগন্তের কাছে থাকে এবং সূর্য রশ্মিকে সুগভীর বায়ু স্তর ভেদ করিয়া পৃথিবী পৃষ্ঠে পৌছিতে হয়। ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যবিশিষ্ট নীল ও উহার কাছাকাছি বর্ণগুলির বিক্ষেপণ যথেষ্ট হয় এবং ইহারা চারিদিকে ছড়াইয়া পড়ে কিন্তু লাল প্রান্তের বর্ণগুলি বিশেষ করিয়া লাল বর্ণ দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্যবিশিষ্ট বলিয়া সােজাসুজি পৃথিবীতে চলিয়া আসে। এইজন্য আমরা প্রভাত সূর্য এবং অস্তরবির রং লাল দেখি।