Neon-
হীরকের কোনো তলই সুষম সরলরৈখিক নয়। বেশ কিছু সরলরৈখিক তলের অংশগুলো একের পর এক সজ্জিত হয়; অনেকটা মৌমাছির চাকের মতো। চাকের খোপ গুলো দেখতে যেমন ষড়ভূজাকার; হীরকের ক্ষেত্রেও তাই।হীরক একেবারে স্বচ্ছ কঠিন পদার্থ। এর মধ্যে দিয়ে আলো অতিক্রম করতে পারে। তবে হীরকের অভ্যন্তরীন গঠন দেখতে অসংখ্য সরলরৈখিক তলের সমন্বয়ে গঠিত; যারা বিভিন্ন Angle(কোণে) একেকটি তলের সাথে যুক্ত। তাই,আলো প্রতিবারে অতিক্রমের সময় আলোকরশ্মি গুলো বাঁকানো কোনো তলে প্রতিফলিত হয়; প্রতিফলিত আলো আরেকটি তলে আপতিত হয়; সেখানেও প্রতিফলিত হয়। এতে করে একটি আলোকরশ্মি অসংখ্য আলোকরশ্মির এক সম্মিলিত মাধ্যম তৈরি করে। আর, উজ্জ্বলতার প্রথম শর্ত; আলোকরশ্মির বিচ্ছুরণ। তাই, যেহেতু আলোকরশ্মি অনেকাংশে বেড়ে গিয়ে বিচ্ছুরিত হয়; ফলে হীরক এতো উজ্জ্বল হয়।