মানবদেহের ক্রোমোজোম 15 এ ক্রোমোজোমীয় পদার্থের অনুপস্থিতির ফলে প্রাডের উইলি সিনড্রোম ব্যাধিটির সৃষ্টি হয়।এ রোগের লক্ষণ হচ্ছে বিলম্বিত বৃদ্ধি ,দুর্বল পেশি গঠন,খর্ব আকৃতি,ছোট হাত ও পা,অসম্পূর্ণ যৌন পরিস্ফুটন ,বিশেষ ধরনের মুখমন্ডল, সারাক্ষণ ক্ষুধাভাব ইত্যাদি।