Broken Heart Syndrome হচ্ছে হৃদপিন্ডের এক ধরনের অস্থায়ী অবস্থা।
বেশিরভাগ ক্ষেত্রে কোন স্ট্রেসফুল সিচুয়েশন, অতিরিক্ত আবেগ বা মানসিক চাপের জন্য এই সমস্যা দেখা দেয়। একে Stress Cardiomyopathy ও বলা হয়। ব্রোকেন হার্ট সিনড্রোমে আক্রান্ত মানুষের হঠাৎ করে বুকে ব্যথা দেখা দেয়, নিশ্বাস নিতে কষ্ট হয়। তখন রোগিদের মনে হয় তারা হার্ট অ্যাটাক করছেন। ব্রোকেন হার্ট সিনড্রোম এর কারণ অস্পষ্ট কিন্তু ধারণা করা হয় স্ট্রেস হরমোন অ্যাড্রেনালিন অস্থায়ীভাবে হার্ট ড্যামেজ করে দেয়। প্রিয়জনের মৃত্যু, শারীরিক ও মানসিক নির্যাতন ইত্যাদির কারণে ব্রোকেন হার্ট সিনড্রোম দেখা দিতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে ৫০ বছরের বেশি বয়সের মানুষের এই সমস্যা দেখা দেয়।
ক্রেডিট: নিশাত তাসনিম