গ্লাইকোজেনেসিস(Glycogenesis): অন্ত্র থেকে হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে চিনি(যেমনঃ গ্লুকোজ) যকৃতে প্রবেশ করে।এ শিরাটি বিভিন্ন মাত্রায় চিনি বহনকারী একমাত্র রক্তবাহিকা।শর্করা বিপাকে যকৃতই দেহে গ্লুকোজ লেভেল প্রতি ১০০ ঘন সেন্টিমিটারে ৯০ মিলিগ্রাম গ্লুকোজ হিসেবে নিয়ন্ত্রণ করে।গ্যালাকটোজ,ফ্রুক্টোজসহ সমস্ত হেক্সোজ চিনিকে যকৃত গ্লুকোজে পরিবর্তিত হয়ে গ্লাইকোজেন নামক অদ্রবণীয় পলিস্যাকারাইড হিসেবে সঞ্চিত রাখে।গ্লুকোজ থেকে গ্লাইকোজেন রূপান্তর প্রক্রিয়াটিই হলো গ্লাইকোজেনেসিস।