প্রোজেরিয়া ( progeria) যা হাচিনসন-গিলফোর্ড প্রোজেরিয়া সিন্ড্রোম (Hutchinson-Gilford Progeria Syndrome) নামে পরিচিত । যার বাংলা নাম অকাল জরা রোগ । এটি খুবই বিরল একটি রোগ । ৪০ লক্ষে একজন শিশু এই রোগ আক্রান্ত হতে পারে । এই রোগ জেনেটিক মিউটেশন এর ফলে হয় । এই রোগ ছেলে ও মেয়ে উভয়ের হতে পারে । এই রোগ আক্রান্ত শিশু ১৩ বছরের বেশি বাচতে পারে না ।
এর লক্ষণ
১. ওজন এবং উচ্চতার ধির বৃদ্ধি
২. সাভাবিক এর তুলনায় বড় মাথা
৩. বড় চোখ যা পুরোপুরি বন্ধ করতে পারেনা
৪. ছোট চোয়াল
৫. শিরা দেখতে পাওয়া যায়
৬. তীক্ষ্ণ কণ্ঠ
৭. চুলপড়া ( ভ্রু এবং চোখের পাতা ও পড়ে যায় )
৮. পাতলা ও ভাজপ্রাপ্ত চামড়া