উট একবার পানি পান করলে প্রায় ১৩০ লিটার পানি পান করে ফেলতে পারে যা তিনটি গাড়ির ফুয়েল ট্যাংকের সমান এবং তা ১০ মিনিটের মধ্যে পান করে ফেলে।উটের রক্তে বিশেষ কোষ থাকার কারণে এতো পানি অভিস্রবণ চাপের কারণে রক্তের কোষ ফুলে না যেয়ে শরীর সহ্য করে নিতে পারে। উট ১৭০-২৭০ কেজি পর্যন্ত ভর নিয়েও চলাফেরা করে।