সবাই মানুষের মৃতদেহ দেখে ভয় পায় না!
আবার অনেকে অন্যান্য প্রাণীর মৃতদেহ দেখেও অনেক ভয় পেয়ে থাকে।
এইটা পুরোটাই ব্যক্তির উপর নির্ভর করে।
তবে মানুষের মৃতদেহ দেখে ভয় পাওয়ার পিছনে কারণ হতে পারে মানুষ স্বভাবতই মরতে চায় না বা তাদের মৃত্যুভয় আছে।একজন মানুষ কয়দিন আগেও তাদের মত হাঁটাচলা করতে পারত,দৈন্দিন কাজ করতে পারত আর সে মারা গেছে;আমাকেও একদিন মারা যাওয়া লাগবে এই চিন্তা থেকেই ভয়টা পায় অনেকে।
অনেকে ভয় পায় মৃত্যুর পর আত্মা ঘুরাঘুরি করে এমন কুসংস্কার এ বিশ্বাস করে বলে।
অনেকে রক্তে বা চেহারা বিভৎসতার জন্য এক্সিডেন্ট এ মারা যাওয়া ব্যক্তি বা লাশ দেখে ভয় পেতে পারে।
Necrophobia তে আক্রান্ত ব্যক্তিরাও লাশ দেখে অনেক ভয় পায়।
প্রাণীর তুলনায় মানুষের মৃতদেহ দেখে ভয় পাওয়ার কারণ খুব সম্ভবত উপরের পয়েন্টগুলোই।