অশ্লীল চিন্তাভাবনার যে ব্যাপারটা তা হল সে তার আশেপাশের পরিবেশ থেকে যা পেয়েছে সে ঠিক সেভাবেই চিন্তা করবে। চলুন কল্পনার মাধ্যমে আমরা চলে যায় ১৯৭১ সালে যখন দেশে চলছিল যুদ্ধ। সে সময় আপনি দেখছেন যে, পাকিস্তানিরা বাঙালিদের আক্রমণ করছে, বাঙালির সম্পদ লুটপাট করছে, তাদের চোখ উপড়িয়ে ফেলছে এমন অবস্থায় আপনার অবশ্যয় ইচ্ছা হবে কিভাবে দেশ স্বাধীন করব কিভাবে দেশের মানুষের ভাল করব। আপনি স্বাধীনতার চিন্তায় মগ্ন থাকবেন। আবার কল্পনার মাধ্যমে যাওয়া যাক আপনার প্রিয় স্থানে যেখানে আপনি যেতে চাচ্ছেন অনেক দিন ধরে তবে আজ সে স্বপ্ন পূরণ হল আপনি জায়গাটি পরিদর্শনের পরে সে জায়গার ব্যাপারেই সারাক্ষণ ভাবতে থাকবেন। আপনার আবার যেতে ইচ্ছা করবে।
ঠিক এমনি ভাবেই কোন মানুষের সামনে যদি অর্ধ উলঙ্গ ব্যক্তি প্রদর্শন করা হয়, কিংবা সে ব্যাপারে বন্ধুদের সাথে আলোচনা করা হয় তাহলে সেও একই ভাবে এসব বাজে চিন্তা করবে। এবং একসময় এমন অবস্থা হবে যে সে আর নিজেকে সামলাতে পারবে না। সব সময় বাজে চিন্তা ঘুরপাক খেতে থাকবে।
প্রতিকার:-
মানুষ তার বিপরীত লিঙ্গের প্রতি সবসময় আকর্ষণ করে। এটা মানুষের স্বভাব যা পরিবর্তন করা সম্ভব না তবে আমাদের উচিত অশালীন জিনিস না দেখা নিজের চোখ, কান ও জিহ্বাকে সতর্ক রাখা। ভুল সঙ্গী নির্বাচন না করা যে আপনার সাথে বাজে টপিক নিয়ে আলোচনা করে।
কিন্তু আমরা নিজের চোখ কান ও জিহ্বাকে কিভাবে সংযত রাখব? হ্যাঁ এটা যদিও কঠিন তবে এর একটা সহজ সমাধান হল আপনি মেডিটেশন করুন প্রথম প্রথম একটু সমস্যা হলেও পরবর্তীতে যখন মানিয়ে নিবেন তখন দেখবেন আপনি আপনার মস্তিষ্ককে নিয়ন্ত্রণে রাখতে পারছেন।