মাদার বোর্ড এর কাজ হল কম্পিউটারের বিভিন্ন অংশকে সঠিকভাবে ভাবে ইন্টারফেস বা যুক্ত করা। যেমন প্রসেসর এর সাথে র‍্যাম, হার্ড ড্রাইভ, গ্রাফিক্সকার্ড, ইনপুট - আউটপুট ডিভাইস সমূহ যুক্ত করা। র‍্যাম এর কাজ হল প্রসেসর চাওয়া মাত্র তার কাছে দ্রুত গতিতে তথ্য পৌঁছে দেওয়া