যে কোন রাসায়নিক বিক্রিয়ার জন্য শক্তি দরকার। এই শক্তিকে কার্যকরী শক্তি বলে। সরাসরি এনজাইম-সাবস্ট্রেট যৌগ না তৈরি করে বিক্রিয়া হতে গেলে অনেক বেশী কার্যকরী শক্তি দরকার হয়। কিন্তু এনজাইমের উপস্থিতিতে কম কার্যকরী শক্তি সম্পন্ন এনজাইম-সাবস্ট্রেট যৌগ তৈরি হয়। ফলে বিক্রিয়ার হার বাড়ে।