২০১৩ সালের ২১শে অক্টোবর খোঁজ পাওয়া যায় এই গ্রহটির, যার নাম WASP76B যা পৃথিবী থেকে ৬৪৪ আলোকবর্ষ দূরে অবস্থিত।
বৃহস্পতির থেকে প্রায় দ্বিগুণ আকৃতির এই গ্রহের তাপমাত্রা প্রায় ২৪০০ ডিগ্রী সেলসিয়াস অর্থাৎ এতটাই গরম যে পৃথিবীতে যে ধাতুগুলি কঠিন অবস্থায় দেখতে পাওয়া যায় এখানে সেগুলি গলে বাষ্প হয়ে ভেসে বেড়াবে। এই গ্রহের যেদিকে দিন হবে তার তাপমাত্রা ২৪০০ ডিগ্রী হলেও রাতের অংশের তাপমাত্রা সেই তুলনায় অনেকটাই কম । তাই দিনের অংশ থেকে উত্তপ্ত হয়ে ধাতুর বাষ্প গুলি ভেসে যখন রাতের অংশের দিকে আসে তখন সেগুলো ঠান্ডা হয়ে তরল অবস্থায় মাটিতে পড়ে অর্থাৎ এই গ্রহের বৃষ্টিতে জলের বদলে ধাতব টুকরো পড়ে বললেও ভুল হবে না।
সংগৃহীত