প্রোগ্রামিং শিখব, কিন্তু আমাদের অনেকেরই হয়তো কম্পিউটার কিংবা ল্যাপটপ এই মূহুর্তে নেই। তাহলে এখন উপায়? আমার কি প্রোগ্রামিং শেখা হবে না?
ছোট ভাই বোন যারা আছো, তাদের হয়ত এখন ল্যাপটপ বা কম্পিউটার নেই, কিন্তু প্রোগ্রামিং শেখার এক অদম্য ইচ্ছা রয়েছে তোমাদের মাঝে। কিন্তু একটি স্মার্ট ফোন তো সবারই আছে , তাই আজ বলব কিভাবে তুমি স্মার্টফোন দিয়ে তোমার প্রোগ্রামিং শেখার প্রাথমিক ধাপে পা রাখতে পারো
মোবাইলে আমরা সবাই কোনো না কোনো অ্যাপ ব্যবহার করে থাকি। কিন্তু তুমি কি জানো, মোবাইলেও কিছু অ্যাপ আছে যা দিয়ে তুমি প্রোগ্রামিং এর জগতে পা রাখতে পারবা?
প্রথমেই বলি "Programming Hero" অ্যাপের কথা । এটি দিয়ে কিন্তু ফোনের মাধ্যমেই কোডিং শেখা যায়।
এই অ্যাপটির CEO হলো ঝংকার মাহবুব ভাইয়া। ভাইয়া কিন্তু আমাদের সামনে সহজে প্রোগ্রামিং একটি সুবর্ণ সুযোগ দিয়ে রেখেছেন।
দ্বিতীয়ত বলে রাখি, আরেকটি অ্যাপ যার নাম "SoloLearn". এর মাধ্যমেও খুব সহজেই ফোনেই কোড করা যায়।
https://play.google.com/store/apps/details?id=com.n0n3m4.droidc
https://play.google.com/store/apps/details?id=name.antonsmirnov.android.cppdroid
https://play.google.com/store/apps/details?id=com.kvassyu.coding.c
তারপর আরো কিছু site উপরে উল্লেখ করা আছে, যার সাহায্যেও খুব সহজেই স্মার্টফোনের মাধ্যমেই প্রোগ্রামিং শেখা যাবে।
এসব সোর্স হয়তো তোমাকে codeblocks এর মতো service দিবে না, কিন্তু তুমি যে এগুলোর দিয়ে একেবারেই লাভবান হবা না, সেটাও কিন্তু না।
সর্বশেষে, এতোক্ষণ ধৈর্য ধরে লেখাটা পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং প্রোগ্রামিং এর জগতে তোমাকে স্বাগতম
©️ Nafisa Tasmiya
#sciencebee