বিবর্তন প্রমাণিত কোন ব্যাপার নয়।
তবে বিজ্ঞানীরা মনে করে এটা হতেও পারে। যেহেতু প্রমাণিত সত্য নয় তাই এর নির্দিষ্ট কোন কারণ নেই। সেম এজ, সঠিক কারণো নেই। একেক বিজ্ঞানী একেক হাইপোথিসিস দিয়েছেন। যেমন, ল্যামার্ক বলেছেন প্রয়োজন থেকেই এটা হয়। আবার ডারউইন বলেছে, প্রকৃতিই বিবর্তনের ধারক বাহক। এবং টিকে থাকার সংগ্রাম এর মাধ্যমেই বিবর্তন বিকশিত হয়।
তবে বিবর্তন যে সবসময় ভালো ফলাফল আনে এমনটা নয়। বরঞ বেশিরভাগ সময়ই এটি খারাপ ফলাফল বয়ে আনে।
আশা করি উত্তর টি পেয়েছেন।
ধন্যবাদ।