জৈব বিবর্তন কখনো থামবে না! এর নিজস্ব গতি ও ছন্দ আছে, জীবাণু ও ভাইরাসের ক্ষেত্রে বিবর্তন খুব তাড়াতাড়ি হয়, যেমন এক বছরের মধ্যেই ইনফ্লুয়েন্জা ভাইরাস বিবর্তিত হয়ে সম্পূর্ণ নূতন একটি প্রজাতি তৈরি করে, মানুষের মত বড় প্রাণির ক্ষেত্রে বিবর্তন লক্ষ লক্ষ বছর সময় নেয়।