Orange এর বাংলা অর্থ হলো কমলালেবু, কমলা বর্ণ, কমলালেবুর গাছ, কমলা৷ Orange এর বাংলা হলো কমলা। এটি আমরা বেশির ভাগ মানুষই জানি৷ কিন্তু আমরা যেটাকে Orange হিসেবে জানি সেটাকে আসলে Mandarin বলে৷ আরো যদি সহজ করে বলি তাহলে খোসা ছিড়ে কোষ আলাদা করে যেই ফলটি আমরা খাই সেটাই Mandarin. বিজ্ঞানীদের মতে যেকোনো ফলের নাম দেয়া হয় সেই ফলের রং বৈশিষ্ট্য ও বিজ্ঞানীদের ওপর ভিত্তি করে৷ মূল কথা এই যে, Orange মানে রং হয় আবার মাল্টা হয়৷ আর কমলা হলো Mandarin. আপনারা যদি আমাদের দেশের বাইরে যান মানে বাংলাদেশের বাইরে যান, তাহলে Orange মাল্টা জাতীয় ফল দিবে৷ আর আপনি যদি কমলা চান তাহলে বলতে হবে Mandarin,Tangerine and Clementines. এই ফলগুলো কমলা ফলেরি জাত৷ আমাদের বাংলাদেশে যেটা কমলা হিসেবে পাওয়া যায় সেটা Mandarin. ডিকশনারিতে যেটা পাই তা হলো : orange মানে কমলা রং বা কমলা লেবু৷ আর Mandarin অর্থ হলো Orange জাতীয় ফল৷ আমাদের জায়গা যেহেতু Orange কে কমলা রং বা কমলালেবু বলে৷ সেহেতু আমরা Orange এর বাংলা কমলা রং বা কমলালেবু বলবো৷ তবে আমিও জানলাম আর আপনারও জানলেন যে Orange মানে আসলে মাল্টা জাতীয় ফল। আর কমলার ইংরেজি Mandarin.