দুটি জননকোষের মিলনের ফলে জাইগােট সৃষ্টি হয় যা মাইটোটিক বিভাজনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ জীবের সৃষ্টি করে।
কাজেই জননকোষগুলােতে ক্রোমােজোম সংখ্যা কমে জননমাতৃকোষের অর্ধেক না হলে তাদের যৌন মিলনে সৃষ্ট জীবের ক্রোমােজোম সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে।
যেহেতু ক্রোমােজোমই জীবের লক্ষণ নিয়ন্ত্রণকারী জিন বহন করে সেহেতু ক্রোমােজোম সংখ্যা দ্বিগুণ হয়ে গেলে সন্তান-সন্তুতি তার পিতামাতার গুণসম্পন্ন হবে না এবং প্রত্যেকটি প্রজাতিতে আমূল পরিবর্তন ঘটে যাবে।
এজন্য জননকোষে ক্রোমােজোম সংখ্যা জনন মাতৃকোষের অর্ধেক হয় এবং জীবের বৈশিষ্ট্য অক্ষুন্ন রাখার জন্য মিয়ােসিস হয়।