→ ক্রোমোসোম ভাগ হয়ে দুইটি ক্রোমাটিডে পরিণত হয়।
→ এই ধাপে ক্রোমাটিডগুলো মেরুর দিকে গতিশীল হয়।
→ ক্রোমাটিডের বিভক্ত হওয়ার মূল কারণ সাইটোসলে ক্যালসিয়াম আয়নের পরিমাণ বেড়ে যাওয়া।
→ এনাফেজ দুইটি ভাগে বিভক্ত – ১) এনাফেজ এ এবং এনাফেজ বি।
→ এনাফেজ এ ধাপে ক্রোমাটিডগুলো দুই বিপরীত মেরুতে চলে যায়। এ সময় ক্রোমাটিডগুলো V, L, J, I এই চারটি আকৃতিতে থাকে।
→ এনাফেজ বি ধাপে মেরুগুলো আলাদা হয়ে যায়।
→ ক্রোমোসোমগুলো দিক পরিবর্তন করে এবং গতি প্রাপ্ত হয়। এর মূল কারণ হচ্ছে ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার গুলো স্পিন্ডল তন্তুতে আটকে যায় এবং এই তন্তুগুলো ক্রোমোসোমগুলোকে মেরুর দিকে টানতে থাকে।